আইপিএল শুরু ১৪ মার্চ। নিলামের ২ দিন আগে আইপিএল শুরুর দিন ঘোষণা করল বিসিসিআই। এই মরশুমে আইপিএল ফাইনাল হবে ২৫ মে। শুধু ২০২৫ নয়, আগামী ৩ বছরের আইপিএলের দিন ঘোষণা করল বিসিসিআই। ২০২৭ পর্যন্ত আইপিএলের শুরু ও শেষের দিন ঘোষণা করা হয়েছে।
কবে উদ্বোধন, কবে ফাইনাল
আগে কখনও একসঙ্গে তিন বছর আইপিএলের দিন ঘোষণা করেনি বিসিসিআই। ২০২৬ ও ২০২৭ সালের আইপিএল কবে কবে শুরু হচ্ছে! ২০২৬ সালের ১৫ মার্চ থেকে শুরু হবে আইপিএল। ফাইনাল হবে ৩১ মে। ২০২৭ সালে ১৪ মার্চ শুরু আইপিএল। ফাইনাল হবে ৩০ মে। প্রতি বছরই ফাইনাল রবিবারই রাখা হয়েছে। এক সঙ্গে তিন বছরের আইপিএল ঘোষণা করা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। অনেক সময়ই বিদেশি ক্রিকেটাররা আন্তর্জাতিক সিরিজের জন্য আইপিএল থেকে সরে যান। তাই আগেভাগেই তিন বছরের সূচি ঘোষণা করল আইপিএল কর্তৃপক্ষ।
নিলামে কী স্ট্র্য়াটেজি
আগামী তিন বছর কোন ক্রিকেটার কোন দলে খেলবেন, তা ঠিক হয়ে যাবে এই দুদিনেই। আগামী দুই বছর মিনি নিলাম হবে। তবে ওই মিনি নিলামে সব ক্রিকেটারকে নিলামে তোলা যাবে না। তাই এই মেগা নিলামে বড় ক্রিকেটারদের তিন বছরের জন্য নেওয়ার পরিকল্পনা করেই দলগঠন করতে চাইবে ফ্র্যাঞ্চাইজিগুলি। নিলামের দুদিন আগে বোর্ডও তাই আইপিএলের আগামী তিন বছরের উদ্বোধন ও ফাইনালের দিন ঘোষণা করে দিল।
কখন কোথায় নিলামের লাইভ হবে
চলতি বছর সৌদি আরবের জেড্ডায় বসছে আইপিএল নিলাম। ২৪ ও ২৫ নভেম্বর আইপিএলের মেগা নিলাম। ভারতীয় সময় দুপুর ৩টে থেকে রাত ১২টা পর্যন্ত চলবে নিলাম।
স্টার স্পোর্টস চ্যানেলে আইপিএল নিলামের লাইভ দেখা যাবে। জিও সিনেমা অ্যাপ ও ওয়েবসাইটে আইপিএল নিলাম লাইভ স্ট্রিমিং হবে।