নতুন পরিষেবা নিয়ে এল ভারতীয় রেলওয়ে। রেলে টিকিটের চাহিদা সারা বছরই থাকে। যাত্রীদের সুবিধার জন্য় ভারতীয় রেলও বিশেষ উদ্যোগ আনছে। ৩৭০টি ট্রেনে এক হাজারের বেশি জেনারেল সিটিং কোচ চালু করল রেলওয়ে। ভারতীয় রেলওয়ে জানিয়েছে, এর ফলে ১ লক্ষ অতিরিক্ত যাত্রী রোজ যাত্রা করতে পারবেন।
গত ৩ মাসে ভারতীয় রেল জেনারেল ক্লাসের ৫৮৩টি কোচ সংযুক্ত করেছিল। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়েতে ইতিমধ্যেই ৩৬টি ট্রেনের ৬৯টি রেকে ইতিমধ্যে ২৭৬টি জেনারেল কোচ যুক্ত করা হয়েছে। বাংলারও বেশ কিছু ট্রেনেও বাড়়ছে জেনারেল কোচ। নভেম্বরের শেষ দিকে বাকি ট্রেনগুলিতেও নতুন রেক যুক্ত হয়ে যাবে। উত্তর পূর্ব রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৪-এর ডিসেম্বরের মধ্যে আরও ১৬টি জেনারেল কোচ যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। আগামী দুই বছরের মধ্যে বিভিন্ন ট্রেনে ৬০০০-এর বেশি জেনারেল কোচ ও অতিরিক্ত স্লিপার ক্লাস-সহ ১০ হাজারের বেশি নন এসি কোচ অন্তর্ভূক্ত করার পরিকল্পনা আছে রেলের। এই সম্প্রসারণ হলে রোজ ৮ লক্ষ অতিরিক্ত যাত্রী রেল পরিষেবা পাবেন। বিভিন্ন রুটে টিকিটের চাপও অনেক কমে যাবে বলে মনে করা হচ্ছে।
এই নতুন কোচগুলি আধুনিক LHB ডিজাইনে তৈরি। যার ফলে স্বাচ্ছন্দ্য, গতিবেগ ও সুরক্ষা অনেকটাই বেশি হবে। এই কোচগুলি হালকা হয়। দুর্ঘটনাতেও ক্ষতি কম হয়। বর্তমানে অধিকাংশ রেলে আইএসএফ কোচ ব্যবহার করা হয়। উন্নত যাত্রী সুরক্ষার জন্য LHB ডিজাইন অনেকটাই ভাল।
রেলওয়ে বোর্ডের ইনফরমেশন ডিরেক্টর দিলীপ কুমার জানিয়েছেন. ভারতীয় রেলের অন্যতম লক্ষ্য দেশের একাধিক ট্রেনগুলিতে জেনারেল কোচ বাড়ানো। গত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ৫৮৩টি জেনারেল কোচ সংযুক্ত করেছে রেল। ২২৯টি ট্রেন এই সুবিধা পেয়েছে। এর ফলে একই রুটে রোজ অনেক যাত্রী যাতায়াত করতে পারছেন। ৬৪৭টি নতুন জেনারেল কোচ সংযুক্ত করার ফলে এবার রোজ ১ লক্ষ মানুষ রেলের পরিষেবা পাবেন।