মহম্মদ শামির জাতীয় দলে প্রত্যাবর্তনের আগে ফের ধাক্কা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম অনুযায়ী, ন্যাশনাল ক্রিকেট সেন্টারে রিহ্যাব চলাকালীন নতুন করে চোট পেয়েছেন বাংলার এই জোরে বোলার। ফলে তাঁর প্রত্যাবর্তন আরও পিছিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
২০২৩ সালের বিশ্বকাপে চোট পেয়েছিলেন মহম্মদ শামি। তার পর থেকে তাঁকে আর জাতীয় দলের হয়ে খেলতে দেখা যায়নি। প্রায় এক বছর মাঠের বাইরে রয়েছেন তিনি। বিসিসিআই সূত্রে খবর, চোট কাটিয়ে পুরো দমেই অনুশীলন শুরু করেছিলেন শামি। জাতীয় দলে প্রত্যাবর্তনের জন্য তৈরি হয়ে গিয়েছিলেন পুরোপুরি। কিন্তু ফের তাঁর হাঁটুতে চোট লাগে।
আর চোটের কারণে শামির প্রত্যাবর্তন প্রায় আট সপ্তাহ পিছিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে । এই পরিস্থিতিতে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ এমনকি বর্ডার গাভাসকার ট্রফিতে শামিকে পাওয়া যাবে কি না তা নিয়েও তৈরি হয়েছে আশঙ্কা। শামি ফিরলে নিউজিল্যান্ড সফরে একটি ম্যাচে বুমরাকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা ছিল। তা ভেস্তে যাবে বলে মনে করা হচ্ছে।