সেমিফাইনাল ম্যাচে বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামছে ভারত। ওয়াংখেড়েতে ওই ম্যাচের জন্য ইতিমধ্যে উইকেট প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। সূত্রের খবর, BCCI কিউরেটরদের স্লো উইকেট তৈরির জন্য বলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসে এই সংক্রান্ত একটি সংবাদ পরিবেশন করা হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় টিম ম্যানেজমেন্ট স্লো উইকেট তৈরির জন্য পিচ কিউরেটরদের কাছে আবেদন করেছিল। সেই অনুযায়ী পিচের প্রায় সব ঘাস পুরোপুরি ছেঁটে ফেলা হয়েছে।
নেদারল্যান্ডের বিরুদ্ধে খেলার পর বেশ কিছু স্ট্র্যাটেজি পরিবর্তন করেছে ভারতীয় টিম। জানা গিয়েছে, তারপরেই ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচ পরিদর্শন করতে গিয়েছিলেন রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়। এবং সেই উইকেট দেখার পর কিউরেটরদের বেশ কিছু নির্দেশ দেওয়া হয়।
BCCI এর তরফে দেশজুড়ে বেশ কিছু স্থানীয় কিউরেটর তৈরি করা হয়েছে। যাঁরা বিভিন্ন স্টেডিয়ামের পিচ তৈরির দেখভাল করেন। সূত্রের খবর ভারতীয় টিম ম্যানেজমেন্টের নির্দেশ মতোই পিচের সব ঘাস ছেঁটে ফেলেছেন সেখানকার কিউরেটররা।