দু ইনিংস মিলিয়ে নয় উইকেট। বাংলার দীপ্তির দাপটে মুম্বইয়ের মাঠে বিশ্ব রেকর্ড ভারতীয় মহিলা ক্রিকেটারদের। আড়াই দিনে ইংল্যান্ডকে হারিয়ে সিকি শতাব্দী আগের তৈরি রেকর্ড ভেঙে দিলেন হরমনপ্রীত কৌররা। ভারত জিতল ৩৪৭ রানে।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৮৬ রানে ইনিংসের সমাপ্তি ঘোষণা করা হয়। ভারতের রান তাড়া করতে নেমে ১৩১ রানে শেষ ইংল্যান্ডের ইনিংস। দ্বিতীয় ইনিংসে ৩২ রানে ৪ উইকেট নিয়েছেন বাংলার দীপ্তি শর্মা।
ম্যাচের তৃতীয় দিনের লাঞ্চের আগেই ইংল্যান্ডকে গুটিয়ে দিল ভারত। সাদা বলে সিরিজ হারলেও, লাল বলে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতল ভারত।