ডাকওয়ার্থ লুইস নিয়মে আয়ারল্যান্ডকে পাঁচ রানে হারিয়ে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত। সোমবার প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৫৫ রান করে টিম ইন্ডিয়া। রান তাড়া করতে নেমে ৮.২ ওভারে বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ হয়ে যায়। সেই সময় আয়ারল্যান্ডের স্কোর ছিল ২ উইকেট ৫৪ রান। এরপর একটি বলও খেলা হয়নি। ফলে ডাকওয়ার্থ লুইস নিয়মে সেমিফাইনালে উঠল ভারত। ৮৭ রান করে ম্যাচের সেরা স্মৃতি মান্ধানা।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাট করতে কোনও ভুল করেননি ভারত অধিনায়ক হরমনপ্রীত। প্রথম উইকেটে শেফালি নিয়ে ৬২ রান তোলে স্মৃতি। পাকিস্তান ম্যাচ খেলা হয়নি। কিন্তু তারপর থেকেই রানে ফেরার ইঙ্গিত দিচ্ছিলেন ভারতের সহ-অধিনায়ক মান্ধানা। এদিন আইরিশ বোলারদের বিরুদ্ধে শাসন করল তাঁর ব্যাট। তাঁর ৫৬ বলে ৮৭ সাজানো নটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি দিয়ে। গোটা টুর্নামেন্ট এই প্রথম ব্যর্থ হলেন বাংলার রিচার ঘোষ। এদিন শূন্য রানে আউট হন ভারতের উইকেট কিপার। ২০ ওভারে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৬ উইকেটে ১৫৫ রান করে ভারত।
প্রথম ওভারেই অ্যামি হান্টারকে রান আউট করেন জেমাইমা ও রিচা জুটি। এরপর রেণুকা সিংয়ের বলে আউট হন প্রেন্ডারগ্রেস্ট। ৮.২ ওভারে বৃষ্টির জেরে থমকে যায় ম্যাচ। এই নিয়ে তৃতীয়বার মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠল ভারত। সঙ্গে জোড়া নজির অধিনায়কের। বিশ্ব ক্রিকেটে হরমনপ্রীতই প্রথম ক্রিকেটার যিনি ১৫০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার নজির গড়লেন। একইসঙ্গে এই ফরম্যাটে তাঁর ঝুলি ভরল ৩ হাজার রানের মাইল ফলকে।