বিশ্বকাপে (WWC 2022) বাংলাদেশকে (Bangladesh) ১১০ রানে হারিয়ে ট্র্যাকে ফিরল টিম ইন্ডিয়া। স্কোরবোর্ডে ২৩০ রান তাড়া করতে নেমে ১১৯ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। হাফসেঞ্চুরি করে ম্যাচের সেরা হন টিম ইন্ডিয়ার ইয়াস্তিকা ভাটিয়া (Yastika Bhatia)। জিতে সেমিফাইনালে যাওয়ার রাস্তা মসৃণ করে রাখল টিম ইন্ডিয়া (Team India)।
এদিন প্রথম থেকেই দারুণ ছন্দে ছিলেন স্মৃতি-শেফালিরা। ভারতের ওপেনিং পার্টনারশিপে আসে ৭৪ রান। ৪২ বলে ৪২ রান করে ফেরেন শেফালি। স্মৃতির ব্যাট থেকে আসে ৩০ রান। তিনে নেমে হাফসেঞ্চুরি করেন ইয়াস্তিকা ভাটিয়া। বাংলাদেশ ম্যাচে প্রথম বলেই ডাক হয়ে ফেরেন ভারত অধিনায়ক মিতালি রাজ। কিন্তু টেলএন্ডে রিচা ঘোষ, পূজা বস্ত্রকার ও স্নেহ রানার চটজলদি ইনিংসে স্কোরবোর্ডে ২২৯ রান যোগ করে ভারত। বাংলাদেশের হয়ে তিন উইকেট নেন রিতু মনি।
আরও পড়ুন: ছুটি শেষ, মুম্বইয়ে বেঙ্গালুরু শিবিরে যোগ দিলেন কিং কোহলি
রান তাড়া করতে নেমে ধারাবাহিকভাবে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। চার উইকেট তুলে নেন ভারতের বোলার স্নেহ রানা। দুটি করে উইকেট পান ঝুলন গোস্বামী ও পূজা বস্ত্রকার। বাংলাদেশের হয়ে ৩২ রান করেন সালমা খাতুন।