রবিবার বিকেলে আফগানিস্তান সিরিজের দলঘোষণা করতে পারে বোর্ড। এখনও জানা যায়নি, টিমে বিরাট-রোহিত থাকবেন কিনা। তবে চোটের জন্য থাকবেন না সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া। আঙুলে চোট পেয়ে নেই রুতুরাজ গাইকোয়াড়ও। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও তাঁকে পাওয়া যাবে না।
মনে করা হচ্ছে, আইপিএলেই ফিরবেন হার্দিক ও সূর্যকুমার। গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকায় T20 সিরিজে নেতৃত্ব দিয়েছেন সূর্য। তৃতীয় ম্যাচে জোহানেন্সবার্গে গোড়ালিতে চোট পান তিনি। বিশ্বকাপের সময় চোট পান হার্দিক। দুই তারকাই আফগানিস্তানের বিরুদ্ধে T20 সিরিজে ফিরতে পারবেন না।