আইপিএলে (IPL 2022) মঙ্গলবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) মুখোমুখি রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। আইপিএলে এখনও পর্যন্ত পরপর দুটি ম্যাচেই জিতেছে রাজস্থান রয়্যালস। এই ম্যাচেও আরও একটি জয়ের অপেক্ষায় সঞ্জু স্যামসনরা। আরসিবি প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে জিতেছে।
প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে জিতেছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। দ্বিতীয় ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে আত্মবিশ্বাস তুঙ্গে টিমের। দুটি ম্যাচেই প্রথমে ব্যাট করে প্রতিপক্ষকে আটকে দিয়েছে। তাঁদের বোলিং আক্রমণ নিয়ে প্রশংসাই করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। টিমের ব্যাটিংয়ে দুরন্ত ছন্দে আছেন জোস বাটলার (Jos Buttler)। তাঁর ব্যাটিংই দুই টিমের পার্থক্য তৈরি করে দিচ্ছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে গত ম্যাচের টিমই রাখতে চলেছে রাজস্থান রয়্যালস।
আরও পড়ুন: বিশ্বকাপের অফিশিয়াল ম্যাসকটের নাম ঘোষণা করল ফিফা, জেনে নিন তার পরিচয়
এদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে এবার নেতৃত্ব দিচ্ছেন ফাফ দুপ্লেসি। গত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় পায় আরসিবি। রাজস্থানের বিরুদ্ধে ব্যাঙ্গালোরে বোলিং বিভাগকে আরও সঙ্ঘবদ্ধ হতে হবে। হরশল প্যাটেল, মহম্মদ সিরাজ, হাসারাঙ্গাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে দুপ্লেসিকেও। ব্যাটিং লাইন আপও এখনও তেমন মজবুত নয় আরসিবির। অধিনায়ক হিসেবে এখনও টিমকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারছেন না তিনি। টিমে ফিরেছেন গ্লেন ম্যাক্সওয়েল। যা রাজস্থানের বিরুদ্ধে টিমকে আত্মবিশ্বাস জোগাবে।
মুখোমুখি পরিসংখ্য়ান
এখনও পর্যন্ত দুই টিম ২২টি ম্যাচে মুখোমুখি হয়েছে আইপিএলে। তার মধ্যে ১২ বার জিতেছে আরসিবি। ১০বার রাজস্থান রয়্যালস।
প্রথম একাদশ
আরসিবি: ফাফ দুপ্লেসি, বিরাট কোহলি, অনুজ রাওয়াত, গ্লেন ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিক, শাহবাজ নাদিম, ওয়াইন্দু হাসারাঙ্গা, ডেভিড উইলি, হর্ষল প্যাটেল, আকাশদীপ, মহম্মদ সিরাজ
রাজস্থান রয়্যালস: জোস বাটলার, যশস্বী জয়সওয়াল, দেবদূত পাড্ডিকাল, সঞ্জু স্যামসন, শিমরন হেটমেয়ার, রিয়ান পরাদ, নভদীপ সাইনি, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, প্রাসিদ কৃষ্ণা, যুজভেন্দ্র চাহাল,
Match Timing : সন্ধে সাড়ে ৭টা ৩০ মিনিট থেকে শুরু হবে ম্যাচ। ৩০ মিনিট আগে টস শুরু হবে।
Live Telecast: টেলিভিশনে স্টার স্পোর্টস ১ ও স্টার স্পোর্টস ৩ চ্যানেলে ম্যাচ দেখা যাবে।
Disney Hotstar চ্যানেলে একই সময় ম্যাচের লাইভ স্ট্রিম হবে।