কলকাতা নাইট রাইডার্সের ক্যাম্প শুরু হবে আগামী ২১ মার্চ। এর আগে শহরে কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। রবিবার থেকে প্লেয়াররা আসবেন শহরে। যদিও শাকিব আল হাসান লিটন দাস এবং শ্রেয়স আয়ার কবে আসবেন তা এখনও জানে নাইট রাইডার্স।
এর মধ্যে অসুস্থ রয়েছেন শ্রেয়স। তিনি কবে সুস্থ হয়ে মাঠে ফিরবেন তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে, শাকিব এবং লিটন বাংলাদেশের হয়ে খেলছেন। ফলে তাঁরাও আইপিএলের শুরু থেকে থাকবেন না বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে, বিদেশি ক্রিকেটারদের মধ্যে রাসেল সকলের আগে কলকাতা আসবেন। ফলে, কাকে অধিনায়ক করা হবে তা স্পষ্ট করেনি দল।
আরও পড়ুন - কলকাতায় ট্রফি আনতে প্রত্যয়ী প্রীতম, ফাইনালেও কি সুপার সাবে নামবেন সুনীল!