আইপিএলের (IPL 2023 Schedule) পূর্নাঙ্গ সূচি প্রকাশ করল বিসিসিআই। ৩১ মার্চ থেকে শুরু হবে আইপিএল। প্রথম ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স ও মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। ২৮ মে আইপিএলের ফাইনাল ঘোষণা করা হয়েছে।
এবার মোট ১২টি ভেন্যুতে আইপিএল হবে। ১০টি টিমের ১০টি হোমগ্রাউন্ড তো থাকবেই। থাকবে আরও ২টি অতিরিক্ত ভেন্যু। কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ ১ এপ্রিল। পঞ্জাব কিংসের বিরুদ্ধে নামবে কেকেআর। ঘরের মাঠ ইডেনে প্রথম ম্যাচে আরসিবি।
আরও পড়ুন: এখনও ৩ দিন বাকি, ঘুরে দাঁড়াবে বাংলা, আশাবাদী কোচ লক্ষ্মীরতন শুক্লা
এবারও আইপিএলে গতবারের মতো দুটি গ্রুপ থাকছে। গ্রুপ-এ-তে থাকছে মুম্বই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টস। গ্রুপ বি-তে থাকছে চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, পঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও গুজরাত টাইটান্স।