মুম্বইয়ের বিরুদ্ধে পর পর তিনটে ছক্কা মেরে আইপিএলের ইতিহাসে নয়া রেকর্ড গড়লেন মহেন্দ্র সিং ধোনি। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে আইপিএলে এই রেকর্ড গড়লেন তিনি।
রবিবার মুম্বইয়ের বিরুদ্ধে মাঠে নামে চেন্নাই সুপার কিংস। শেষ ওভার চলচ্ছিল। মাত্র চার বল বাকি ছিল। বল করছিলেন মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। মাঠে নামেন মহেন্দ্র সিং ধোনি। শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাটিং শুরু করেন মাহি। হার্দিকের প্রথম তিনটে বলেই ছক্কা হাঁকিয়ে এই রেকর্ড গড়েন
এর আগে আইপিএলের দুই বিদেশি ব্যাটার এই রেকর্ড গড়েন। ২০২১ সালে এই রেকর্ড গড়েছিলেন কলকাতার ব্যাটার সুনীল নারিন। আর দ্বিতীয় রেকর্ডটি ২০২৩ সালে লখনউয়ের ব্যাটার নিকোলাস পুরান। এবার এই তালিকায় নাম জুড়ল মাহির।