হায়দরাবাদ বনাম মুম্বইয়ের ম্যাচে একের পর রেকর্ড। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে শুধু আইপিএলের নয় টি-২০ ক্রিকেটে কী কী রেকর্ড হল দেখা যাক এক নজরে।
১. আইপিএলের এই ম্যাচে হায়দরাবাদ ২৭৭ রান করে। মুম্বই করে ২৪৬ রান। দুটি ইনিংসে মোট রান হয় ৫২৩ যা টি টোয়েন্টি ক্রিকেট এমনকি আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি রান।
২. এই ম্যাচে হায়দরাবাদ ১৮টি ছয় মারে। আর মুম্বই মারে ২০টি ছয়। একটি ম্যাচে ৩৮টি ছয় টি টোয়েন্টি ক্রিকেট এমনকি আইপিএলে এই প্রথম।
৩.২০ ওভারে ২৭৭ রান করে হায়দরাবাদ যা টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ।
৪.হায়দরাবাদ প্রথম ছয় ওভারে ৮১ রান করে। পাওয়ার-প্লে তে এটাই তাদের সর্বোচ্চ রান।
৫. ম্যাচে মাত্র ১৬ বলে ৫০ রান করেন অভিষেক শর্মা। এটি হায়দরাবাদ টিমের দ্রুততম অর্ধ শতরান।
৬. মাত্র ১০ ওভারে ১৪৮ রান করে হায়দরাবাদ। যা আইপিএলে প্রথম।
৭.মঙ্গলবারই প্রথম খেলতে নেমেছিলেন মুম্বইয়ের কোয়েনা মাফাকা। তিনি চার ওভারে ৬৬ রান করেন। আইপিএলে এই প্রথম কোনও ক্রিকেটার অভিষেক ম্যাচে এত রান করলেন।