শুক্রবার আইপিএলে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। তাঁদের প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ঘরের মাঠে নামবেন হার্দিক পান্ডিয়ারা। এই মরশুমে প্লে-অফে ওঠার সুযোগ নেই। তবুও নিয়মরক্ষার ম্যাচে জিতে আত্মবিশ্বাস বাড়াতে চায় দুই টিমই।
১৩টি ম্যাচের মধ্যে ৬টি ম্যাচ জিতেছে লখনউ সুপার জায়ান্টস। এই মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করেন লখনউর মার্কাস স্টয়নিস। ৪৫ বলে ৬২ রান করেন তিনি। তাঁর ব্যাটে ভর করে জিতেছিল লখনউ। শেষ ম্যাচেও মুম্বইয়ের বিরুদ্ধে জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না কে এল রাহুলরা।
এদিকে এই মরশুমে ১৩টি ম্যাচের মধে ৪টি ম্যাচ জিতেছে মুম্বই। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে সবথেকে নিচে আছেন হার্দিক পান্ডিয়ারা। রোহিত শর্মাকে সরিয়ে এবার হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করেছিল মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট। কিন্তু তার ফল একেবারেই ভাল হয়নি। নতুন মরশুমে নতুন করে শুরু করতে চায় মুম্বই।