রবিবাসরীয় আইপিএলের দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি চেন্নাই সুপার কিংস। পরিসংখ্যান বলছে, শেষ তিনবার আইপিএলে চেন্নাইয়ের বিরুদ্ধে হারতে হয়েছে দিল্লি ক্যাপিটালসকে। ব্যাটিং লাইন-আপে বদল আনতে পারে দিল্লি ক্যাপিটালস। দলে ফিরতে পারেন পৃথ্বী শ। তবে ঋষভ পন্থের নেতৃত্বে আইপিএলের শুরুটা ভাল হয়নি দিল্লির। এই মরশুমে প্রথমে পঞ্জাব কিংস ও পরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হেরেছে দল। চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথম জয়ের জন্য ঝাঁপাবে পন্থ ব্রিগেড।
এবার নিলামে চেন্নাই সমীর রিজভিকে ৮ কোটি ৪০ লক্ষ টাকা দিয়ে কিনে নেয় চেন্নাই সুপার কিংস। সেই সমীর রিজভি এবার সিএসকে টিমে কি প্লেয়ার। হলুদ জার্সিতে অবিশ্বাস্য পারফরম্যান্স রাচিন রবীন্দ্রের। ফর্মে আছেন অধিনায়ক রুতুরাজ গাইকোয়াড়। দুরন্ত পারফরম্যান্স শিবম দুবের। দিল্লির বিরুদ্ধে গত ম্যাচের প্রথম একাদশ নিয়েই নামতে পারে চেন্নাই সুপার কিংস।
দিল্লি ক্যাপিটালস টিমকে এক বছর পর নেতৃত্ব দিচ্ছেন ঋষভ পন্থ। নিলামের টেবিলে রঞ্জির সর্বাধিক রান সংগ্রহকারী রিকি ভুঁইকে নিয়েছিল দিল্লি। কিন্তু পঞ্জাব ম্যাচে তাঁর ব্যাটে এসেছে ৩ রান। আর রাজস্থান ম্যাচে তাঁর ব্যাটে এসেছে শূন্য। তাঁর পরিবর্তে রবিবার দলে আসতে পারেন পৃথ্বী শ।