আইপিএল নিয়ে কি এখনও সেই উন্মাদনা আছে! ১৬টা বছর পেরিয়ে গিয়েছে। আগে আইপিএলের ওই সিগনেচার টিউন শুনলেই ঘরে ঘরে চলত টেলিভিশন। ক্রিকেট এক অন্য উচ্চতায় পৌঁছে গিয়েছিল। দলের নাম পাল্টেছে। রথী-মহারথীরা পাল্টেছেন। এসেছেন নতুন তারকা, নতুন অধিনায়ক। ২০২৫ সালের প্রতিযোগিতার আগে এবার আরও একটা মেগা নিলাম। ফের বদলে যাবে প্রত্যেকটি টিমের খোলনোলচে। প্রত্যেক টিমকে ন্যূনতম প্লেয়ার ধরে রেখে সব ক্রিকেটারদের ছেড়ে দিতে হবে।
কবে হবে মেগা নিলাম
নিলামের দিনক্ষণ কবে, তা এখনও জানা যায়নি। কিন্তু যা অনুমান, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যেই আইপিএলের মেগা নিলামের আয়োজন করবে বিসিসিআই। ২০২২ সালে দুদিন ধরে চলেছিল আইপিএলের মেগা নিলাম। ফেব্রুয়ারিতে হয়েছিল এই নিলাম। ২০২৩ ও ২০২৪ সালে ডিসেম্বর মাসে মিনি নিলামের আয়োজন করা হয়েছিল। এই উইন্ডোর মধ্যেই নিলামের কাজ শেষ করলে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি দল গোছানোর জন্য হাতে পর্যাপ্ত সময় পাবে। এবার ঘরের মাঠেই হবে আইপিএলের মেগা নিলাম।
নিলামে কতজন ক্রিকেটার!
এখনও পর্যন্ত নিলামের তালিকা প্রকাশ্যে আসেনি। তবে প্রত্যেক বছরের মতো, একাধিক ক্রিকেটারই নিলামে অংশ গ্রহণ করবেন। ভারতীয়রা তো থাকবেন। অন্য দেশের বোর্ড যাদের নাম পাঠাবে, তাঁরাও নিলামে থাকবেন। তাঁদের কেনার সুযোগ পাবেন ফ্র্যাঞ্চাইজিরা। তবে এবার দলগঠনের ক্ষেত্রে একাধিক নিয়ম থাকছে। তা মানতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলিকে।
কতজন ক্রিকেটারকে ধরে রাখতে পারবেন
আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল বেসরকারিভাবে জানিয়েছেন, একটি ৩-৪ জন ক্রিকেটার ধরে রাখতে পারবেন। যার ফলে নিলামের টেবিলে যেতে পারে ২০৪ জন ক্রিকেটার। তাঁদের বাজারদর হতে পারে ৫৫১ কোটি।
আইপিএল ফরম্যাট
গত মরশুমের মতো এবারও হোম ও অ্যাওয়ে ফরম্যাটেই খেলা হবে। কিছু টিম পরষ্পরের সঙ্গে দুবার করে খেলবে। আবার কোনও টিম একবারই সুযোগ পাবে। ফাইনাল-সহ মোট ৮৪টি ম্যাচ হবে আইপিএলে।
সম্ভাব্য রিটেইন ক্রিকেটার
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
বিরাট কোহলি
মহম্মদ সিরাজ
ক্যামেরুন গ্রিন
গ্লেন ম্যাক্সওয়েল
কলকাতা নাইট রাইডার্স
সুনীল নারিন
আন্দ্রে রাসেল
শ্রেয়স আইয়ার
বরুণ চক্রবর্তী
দিল্লি ক্যাপিটালস
ঋষভ পন্থ
কুলদীপ যাদব
অক্ষর প্যাটেল
জেক ফ্রেজার ম্যাকগার্ক
পঞ্জাব কিংস
স্যাম কারেন
আর্শ্বদীপ সিং
শশাঙ্ক সিং
আশুতোষ শর্মা
রাজস্থান রয়্যালস
সঞ্জু স্যামসন
জস বাটলার
যশস্বী জয়সওয়াল
রিয়ান পরাগ
সানরাইজার্স হায়দরাবাদ
ভুবনেশ্বর কুমার
অভিষেক শর্মা
টি নটরাজন
নীতীশ কুমার রেড্ডি
চেন্নাই সুপার কিংস
রুতুরাজ গাইকোয়াড়
শিবম দুবে
রবীন্দ্র জাদেজা
মাথিশা পাথিরানা
লখনউ সুপার জায়ান্টস
কে এল রাহুল
নিকোলাস পুরান
মার্কাস স্টয়নিস
মায়াঙ্ক যাদব
গুজরাত টাইটান্স
শুভমান গিল
সাই সুদর্শন
মহম্মদ শামি
রশিদ খান
মুম্বই ইন্ডিয়ান্স
হার্দিক পান্ডিয়া
জসপ্রীত বুমরা
সূর্যকুমার যাদব
রোহিত শর্মা