বে্ঙ্গালুরুতে চলছে আইপিএলের (Ipl) নিলাম। মেগা নিলামের শুরুতেই বাজিমাত করল কেকেআর (Kkr)। ১২.২৫ কোটি টাকায় ভারতীয় ব্য়াটসম্য়ান শ্রেয়স আইয়ারকে (Shreys Iyer) তুলে নিল কিংখানের দল। ৭.২৫ কোটি টাকায় কিনে ফের দলে ফেরানো হল অস্ট্রেলিয়ার অধিনায়ক প্য়াট কামিন্সকে (Pat Cummins)।
নিলামের শুরুতে ৮.২৫ কোটি টাকায় শিখর ধাওয়ানকে কিনেছে পাঞ্জাব। রাজস্থানে রবিচন্দ্রণ অশ্বিনের দর উঠেছে পাঁচ কোটি টাকা। দিল্লি থেকে এবার পাঞ্জাবে দক্ষিণ আফ্রিসার পেসার কাজিগো রাবাডা। তাঁর দর ৯.২৫ কোটি টাকা। মুম্বই থেকে রাজস্থানে কিউই পেসার ট্রেন্ট বোল্ড। তাঁর দর ৮ কোটি টাকা। এবারের আইপিএলে নতুন দল গুজরাট টাইটান্সে বাংলার পেসার মহম্মদ সামি।
আইপিএলের (IPL) সঙ্গে এই মরশুম থেকে যুক্ত হয়েছে আরও দুটি ফ্র্যাঞ্চাইজি- লখনউ সুপার জায়েন্টস ও গুজরাট টাইটানস। এই দুই নতুন শক্তি আসায় আরও রোমাঞ্চকর হতে চলেছে আইপিএল। এই অবস্থায় আইপিএল ২০২২ মেগা অকশন (নিলাম) বসছে শনি এবং রবুবার, ১২ ও ১৩ ফেব্রুয়ারি। বেঙ্গালুরুতে (Bengaluru) হবে নিলাম (Auction)।
আরও পড়ুন: India v WI: ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতল ভারত
এবারের আইপিএল নিলামে অন্তর্ভুক্ত হয়েছে ৫৯০ জন ক্রিকেটারের নাম। এর মধ্যে ২২৮ জন ক্যাপড প্লেয়ারস, ৩৫৫ জন আনক্যাপড প্লেয়ারস এবং অন্য দেশের সাত খেলোয়াড় রয়েছেন।