মঙ্গলবার মরুশহরে আইপিএল নিলাম। আর সেই নিলাম নিয়ে তোড়জোড় শুরু করে দিয়েছে ১০ ফ্র্যাঞ্চাইজি। আর নিলামের টেবিলে কিন্তু প্রাক্তন ক্রিকেটারদের লড়াই তুঙ্গে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে নিলামে থাকবেন গৌতম গম্ভীর। পাশাপাশি দিল্লি ক্যাপিটালসের হয়ে থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দুবাই পৌঁছে গিয়েছেন এই মরশুমের অধিনায়ক ঋষভ পন্থও।
এদিকে আইপিএলের নিলামের জন্য বিগ ব্যাশ লিগ ছেড়ে দুবাইয়ে পৌঁছে গিয়েছেন পঞ্জাব কিংসের কোচ ট্রেভর বেলিস। লখনউ সুপার জায়ান্টস টিমের জন্য দুবাইয়ে টিম মালিকদের সঙ্গে গিয়েছেন নতুন কোচ জাস্টিন ল্যাঙ্গারও।