আজ মরুশহরে আইপিএলের নিলাম। আর সেই নিলাম নিয়ে উন্মাদনায় ফুটছে একাধিক ক্রিকেটপ্রেমী। এবার নতুন মরশুমের আগে দল গুছিয়ে নেওয়ার সুযোগ। হাতে পুঁজি অল্প। তার মধ্যেই সেরা ক্রিকেটার বেছে নেওয়া চ্যালেঞ্জ সব দলের কাছেই।
ক্রিকেট বিনিয়োগ বিশেষজ্ঞরা মনে করছেন, এবার আইপিএলে কোনও ফ্র্যাঞ্চাইজি বড় পরিমাণ টাকা বিনিয়োগ করতে পারবেন না। তাই আনক্যাপড ক্রিকেটারদের দিকেই ঝুঁকবে দলগুলি। অনিল কুম্বলে জানিয়েছেন, একটি দল সর্বাধিক ৮ জন বিদেশি দলে রাখতে পারবেন। তাই বাজেটের এক তৃতীয়াংশ বিদেশিদের জন্য খরচ করতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলি। সেই টাকার পরিমাণ ২০ কোটির বেশি উঠবে না বলেই মনে করছেন তিনি।
এবার নিলামে ড্যারিল মিচেল, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, শার্দুল ঠাকুর, হর্ষল প্যাটেল, রচিন রবীন্দ্রদের মতো তারকা ক্রিকেটার নতুন দলে যোগ দিতে পারেন। নিলামের পরে ট্রেড উইন্ডোতেও দল বদলানোর সুযোগ থাকবে।