দুবাইয়ের আইপিএল নিলামে ধুন্ধুমার লড়াই। প্যাট কামিন্সের পর প্রথম পর্যায়ে ১৪ কোটি টাকা দর পেলেন ড্যারিল মিচেল। সানরাইজার্স হায়দরাবাদ, পঞ্জাব কিংস লড়াই শুরু করে। কিন্তু শেষ মুহূর্তে বাজি মারে চেন্নাই সুপার কিংস। ১ কোটি ৮০ লক্ষ টাকা দরে রচিন রবীন্দ্রকেও কিনে নেয় সিএসকে। দুজনেই ধোনির দলে খেলবেন।
বড় দর পেলেন হর্ষল প্যাটেলও। তাঁকে নিয়ে দিল্লি ও পঞ্জাবের মধ্যে দর কষাকষি হয়। শেষ পর্যন্ত তাঁকে কিনে নেন পঞ্জাব কিংস। দিল্লি কিনে নিয়েছে ইংল্যান্ডের হ্যারি ব্রুককে। তবে কলকাতার ভাঁড়ার এখনও শূন্য।