মরুশহরে আইপিএল নিলাম। বিশ্বকাপ ফাইনালে সেঞ্চুরি করা ট্রেভিস হেডকে কিনে নিল সানরাইজার্স হায়দরাবাদ। ৬ কোটি ৮০ লক্ষ টাকা দর ওঠে তাঁর। তাঁকে কিনতে চেয়েছিল চেন্নাইও। মিনি নিলামে শুরুতেই সেয়ানে সেয়ানে লড়াই। জামাইকাল তারকা রভম্যান পাওয়েলকে কেনার জন্য লড়াই কেকেআর ও রাজস্থান রয়্যালসের। ৭ কোটি ৪০ লক্ষ টাকায় তাঁকে শেষ পর্যন্ত কিনে নেয় রাজস্থান।
গতবছর সানরাইজার্সে ছিলেন হ্যারি ব্রুক। এবার তাঁকে কেনার জন্য লড়াই দিল্লি ও রাজস্থানের। ৪ কোটি টাকায় তাঁকে দলে নেয় দিল্লি। তবে নিলামের প্রথম পর্যায়ে অবিক্রিত থেকে গেলেন স্টিভ স্মিথ, মনীশ পান্ডে, করুণ নায়াররা। অবিক্রিত দক্ষিণ আফ্রিকার রিসি রুসোও।