কোন কোন প্লেয়ারকে ধরে রাখবে দল! আর কাদের ছেড়ে দেওয়া হবে! ৩১ অক্টোবরের মধ্যে রিটেনশন তালিকা জমা দিতে হবে। এমনই জানিয়ে দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই সমীকরণও ঠিক ফেলেছে অধিকাংশ দল। মেগা নিলামে কোন দল কাকে কিনবে। কলকাতা নাইট রাইডার্স কী ভাবছে! এবারও কি মিচেল স্টার্কের মতো কোনও পেসারকে দলে সই করিয়ে ইতিহাস তৈরি করবে! নিলামে তাঁদের স্ট্র্যাটেজি কী!
এবার আইপিএল নিয়মে একাধিক বিভ্রান্তি তৈরি হয়েছে। নিয়মে বলা হয়েছে কম প্লেয়ার ধরে রাখলেও ৭৫ কোটি টাকা কেটে নেওয়া হবে। তাই ধোঁয়াশায় পড়েছে অনেক দল। নির্দেশিকায় বোর্ড জানিয়েছে, এবার নিলামে সর্বাধিক ৬ জন ধরে রাখতে পারবে দল। এর মধ্যে একজন ভারতীয় ক্রিকেটারকে রাখতেই হবে। তবে চাইলে ৬ জনের কম প্লেয়ারও ধরে রাখা যাবে। রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে বাকিদের কেনা যাবে। ধরে রাখার জন্য ৭৫ কোটি টাকা লাগবে। নিলামে প্রত্যেক দলের কাছে ১২০ কোটি টাকা বাজেট।
তবে কলকাতার হিসেব খুব পরিষ্কার। অধিনায়ক শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিং, সুনীল নারিনের মতো ক্রিকেটারদের ধরে রাখবে দল। ধরে রাখা হতে পারে বরুণ চক্রবর্তীকেও। বরুণের সঙ্গে স্পিন আক্রমণে জুটি বাঁধার জন্য নিলামে রশিদ খানের দিকে ঝাঁপাতে পারে দল। শুধু পারফরম্যান্স নয়, রশিদকে নিয়ে অন্য অনেক পরিকল্পনা আছে কলকাতার। বিশ্বের অনেক ক্রিকেট লিগে অংশ নেন রশিদ। তাঁর ব্র্যান্ড ভ্যালু কাজে লাগাতে চায় কেকেআর। শুধু বোলার নয়, অলরাউন্ডার হিসেবে রশিদ খানকে কাজে লাগাতে চায় কলকাতা নাইট রাইডার্স। তবে রশিদকে কিনতে অন্য ফ্র্যাঞ্চাইজিরাও ঝাঁপাবে। তাই তাঁর জন্য কত খরচ করবে কলকাতা, সেটা সিদ্ধান্ত নেবে ফ্র্যাঞ্চাইজি।