IPL Auction 2025: আইপিএলের মেগা নিলাম, কত টাকা বাজেট প্রত্যেক টিমের কাছে

Updated : Nov 19, 2024 18:59
|
Editorji News Desk

নভেম্বরে আইপিএলের আগামী মরশুমের নিলাম। বলা হচ্ছে, আইপিএলের ইতিহাসে এই মেগা নিলাম সবথেকে বড়। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী একাধিক ক্রিকেটারকে ছেড়ে দিতে হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলিকে। তালিকায় আছে বড় বড় নাম। ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, মহম্মদ শামির মতো বড় বড় তারকা নিলামে উঠবেন। তবে নিলামে কিন্তু সব টিমের কাছে সমান পরিমাণ টাকা নেই। তাই স্ট্র্যাটেজি করে টিম তৈরি করতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলিকে। নিলামে কোন টিমের হাতে কত টাকা থাকবে!

চেন্নাই সুপার কিংস

পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। ২০২৫ মরশুমে শক্তিশালী টিম বানাতে হবে। এবার নিলামের আগে ৫ জন ক্রিকেটারকে রিটেইন করেছে। তালিকায় রয়েছেন রুতুরাজ গাইকোয়াড়, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, মাথিশা পাথিরানা ও প্রাক্তন অধিনায়ক এম এস ধোনি। ১২০ কোটি প্রত্যেক টিমের বাজেট। পাঁচ জন প্লেয়ারকে রিটেইন করার পর নিলামের আগে হাতে ৫৫ কোটি টাকা বাজেট আছে।

দিল্লি ক্যাপিটালস

মেগা নিলামের আগে ঋষভ পন্থকে ছেড়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। এবার ৪ জন ক্রিকেটারকে ছেড়েছে দিল্লি। তাঁর মধ্যে উল্লেখযোগ্য় নাম ঋষভ পন্থ। মেগা নিলামের আগে তাঁদের হাতে বাজেট ৭৬.২৫ কোটি টাকা। শ্রেয়স আইয়ারকে এবার অধিনায়ক করতে পারে দিল্লি।

মুম্বই ইন্ডিয়ান্স

এবার আইপিএলে রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, দুজনকেই রিটেইন করেছে মুম্বই ইন্ডিয়ান্স। মোট ৫ জন ক্রিকেটারকে রিটেইন করেছে। জসপ্রীত বুমরার কাঁধে এবার নেতৃত্ব তুলে দিতে পারে মুম্বই ইন্ডিয়ান্স। এবার মেগা নিলামের আগে তাদের বাজেট ৪৫ কোটি টাকা।

কলকাতা নাইট রাইডার্স

এবার মেগা নিলামের আগে ৬ জন ক্রিকেটারকে রিটেইন করেছে কলকাতা। অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ছেড়ে দিয়েছে কলকাতা। তবে সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিংয়ের মতো ক্রিকেটারকে রিটেইন করেছে কলকাতা। মেগা নিলামে খুব বেশি বাজেট নেই কলকাতার। ৫১ কোটি টাকা নিয়ে নামবে কলকাতা। 

লখনউ সুপার জায়ান্ট

মেগা নিলামের আগে ৫ জন ক্রিকেটারকে ধরে রেখেছে লখনউ। নিকোলাস পুরাণ, রবি বিষ্ণোই, মায়াঙ্ক যাদব, আয়ূশ বাদানি, মহসিন খান। নিলামের আগে তাঁদের বাজেট ৬৯ কোটি। 

গুজরাত টাইটান্স 

এবার ৫ জন ক্রিকেটারকে ধরে রাখতে পারে গুজরাত টাইটান্স। রশিদ খান, শুভমান গিল, সাই সুদর্শন, শাহরুখ খান ও রাহুল টেওটিয়াকে রিটেইন করেছে গুজরাত টাইটান্স। এবার আইপিএল নিলামের আগে তাঁদের হাতে আছে ৬৯ কোটি টাকা। 

পঞ্জাব কিংস 

এবার নিলামে সবথেকে বেশি বাজেট আছে পঞ্জাব কিংসের কাছে। এবার মাত্র ২ জন ক্রিকেটারকে রিটেইন করেছে পঞ্জাব কিংস। এবার নিলামে পঞ্জাব কিংসের বাজেট ১১০ কোটি টাকা। 

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

এবার নিলামের আগে ৩জন ক্রিকেটারকে রিটেইন করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলি, রজত পাতিদার, ইয়াশ দয়াল, তিন ক্রিকেটারকে রেখে দিয়েছে আরসিবি। নিলামের আগে আরসিবি টিমের বাজেট ৮৩ কোটি টাকা। 

রাজস্থান রয়্যালস

এবার ৬ জন ক্রিকেটারকে রিটেইন করেছে। সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, সিমরন হেটমেয়ার ও সন্দীপ শর্মা। এই ৬ ক্রিকেটারকে ধরে রাখা হয়েছে। নিলামে তাদের বাজেট ৪১ কোটি। 

সানরাইজার্স হায়দরাবাদ

এবার নিলামের আগে সানরাইজার্স হায়দরাবাদের হাতে ৪৫ কোটি টাকা বাজেট আছে। ৫ জন ক্রিকেটারকে ধরে রেখেছে সানরাইজার্স। তালিকায় আছে হেনরি ক্লাসেন, প্যাট কামিন্স, অভিষেক শর্মা, ট্রেভিস হেড, নীতিশ রেড্ডি। এবার নিলামে কাদের কিনবে সাইরাইজার্স! তার দিকে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।

IPL

Recommended For You

editorji | খেলা

Ravichandran Ashwin : ব্রিসবেন থেকে ব্যাড নিউজ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের

editorji | খেলা

Isha Guha : বুমরাকে 'বাঁদর' বলে দুঃখিত ইশা, নেট পাড়ায় তীব্র প্রতিক্রিয়া

editorji | খেলা

Ind Vs Aus Test : মেঘে ঢাকা ব্রিসবেনে দুর্যোগ ভারতীয় ব্যাটিংয়ে, গাব্বায় ধুঁকছেন রোহিত শর্মারা

editorji | খেলা

FIFA WC 2030 : বিশ্ব ফুটবলে বিরাট চমক ! ২৩ বছর আগে কী ভেবেছিলেন পরিচালক ফারহান আখতার ?

editorji | খেলা

India vs Australia: ওপেন করবেন কে ভুলে যান, বুমরার স্পিনেই তৃতীয় টেস্টে চাপে পড়বে অস্ট্রেলিয়া!