রোহিত শর্মা অভিযোগ করেছিলেন, তাঁর ব্যক্তিগত জীবনের কথোপকথন প্রকাশ্যে এনেছে আইপিএলের সম্প্রচারক স্টার স্পোর্টস। ভিডিয়ো করার সময়, তা থামানোর অনুরোধ করা হলেও, তা শোনা হয়নি বলে অভিযোগ করেন ভারত অধিনায়ক। সোমবার এই নিয়ে বিবৃতি দিল স্টার স্পোর্টস। সম্প্রচার সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা এমন কোনও ব্যক্তিগত মুহূর্তের অডিও প্রকাশ্যে আনেনি।
স্টার স্পোর্টসের পক্ষ থেকে জানানো হয়েছে, "ওই ক্লিপিং ওয়াংখেড়ে স্টেডিয়ামে ট্রেনিং সেশন চলাকালীন রেকর্ড করা হয়েছিল। ওই ক্লিপিং ব্যবহারের অনুমতি আছে। ওই ক্লিপিংয়ে সিনিয়র ক্রিকেটার ও বন্ধুদের কথা বলতে দেখা যায়। ওই কথোপকথনের কোনও অডিও রেকর্ড নেই তাঁদের কাছে। সম্প্রচারও করা হয়নি।"
কলকাতা নাইট রাইডার্স তাঁদের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে। যে ভিডিয়ো থেকে রোহিতের মুম্বই ইন্ডিয়ান্সের ভবিষ্যত নিয়ে জল্পনা তৈরি হয়। বিতর্ক তৈরি হওয়ার পরই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেয় কলকাতা নাইট রাইডার্স।