আইপিএলের শুরুটা ভাল হলেও শেষটা একেবারেই ভাল হয়নি। প্লে-অফে যোগ্যতা অর্জন করলেও টানা ৪ ম্যাচ হারতে হয়েছে রাজস্থান রয়্যালসকে। শেষ ম্যাচে তাঁদের প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। আইপিএল-এ এই ম্যাচ দুই দলের কাছেই আত্মবিশ্বাস বাড়ানোর লড়াই। প্লে-অফে ফের মুখোমুখি হতে পারে কলকাতা ও রাজস্থান। তাই এই ম্যাচ থেকে শক্তি ও দুর্বলতাও দেখে নিতে চাইবে দুই টিম।
আহমেদাবাদ থেকে ফিরে ইডেনে একদিন প্র্যাকটিস করেছে কলকাতা। গুয়াহাটিতে হবে রবিবারের ম্যাচ। প্লে-অফের আগে জিতেই শেষ করতে চাইছে গম্ভীর ব্রিগেড। দুরন্ত ফর্মে থাকা সল্টকে পাবে না কলকাতা। কিন্তু ছন্দে আছেন আরেক ওপেনার সুনীল নারিন। সল্টের পরিবর্তে কেকেআর-কে ভরসা দেবেন রহমাতুল্লাহ গুরবাজ। ওভারঅল পারফরম্যান্স করে রাজস্থানকে টেক্কা দিতে চান শ্রেয়স আইয়াররা।
পয়েন্ট টেবিলে ১৬ পয়েন্ট তুলে প্লে-অফে রাজস্থান রয়্যালস। এই ম্যাচ জিতলেও কলকাতার পয়েন্টকে ছুঁয়ে শীর্ষে যেতে পারবে না রাজস্থান। ১৩ ম্যাচে ৫৩১ রান করে কমলা টুপির দৌড়ে চার নম্বরে আছেন রিয়ান পরাগ। বড় ম্যাচে তাঁর রানে ফেরার অপেক্ষায় অধিনায়ক সঞ্জু স্যামসন। সঞ্জু নিজেও এবার ফর্মে ছিলেন। তাঁর রান সংখ্যা ৫০৪। দলের ওপেনার যশস্বী জয়সওয়াল তেমন ফর্মে নেই। শেষ কয়েকটি ম্যাচে ব্যাটে রান পেলে, কাজ সহজ হয়ে যাবে রাজস্থানের। এদিকে দলের বোলিং আক্রমণকে একা টানছেন কিউয়ি বোলার ট্রেন্ট বোল্ট। কলকাতার বিরুদ্ধে বোল্ট ছাড়াও সন্দীপ শর্মা, যুজভেন্দ্র চাহাল, কেশভ মহারাজদেরও পারফরম্যান্স করতে হবে।