ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ক্রিকেটবিশ্বকে নতুন করে স্বপ্ন দেখিয়েছিল। এমন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট যে সব পাল্টে দিতে পারে, তা দেখিয়েছিল আইপিএল। এবার টুর্নামেন্টে বড়সড় 'হাওয়াবদল'। এখনও বিসিসিআই কিছু ঘোষণা করেনি। কিন্তু জানা গিয়েছে, আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডাতে বসবে মেগা নিলামের আসর। এই প্রথমবার ১৫৭৪ জন ক্রিকেটার নিলামে উঠবেন। তার মধ্যে ১১৬৫ জন ভারতীয় ক্রিকেটার। বিদেশি ক্রিকেটার ৪০৯ জন। ৩২০ জন ক্রিকেটার জাতীয় দলে খেলেছেন। মেগা নিলামে আনক্যাপড প্লেয়ার ১২২৪ জন। একজন ক্রিকেটারের জন্য কত টাকা খরচ করবে একটি ফ্র্যাঞ্চাইজি! তার দিকে দিনভর নজর থাকবে।
এক দশকের সব থেকে বড় নিলাম। এই মেগা নিলামে সবচেয়ে বেশি ভারতীয় ক্রিকেটার নিলামে উঠতে চলেছেন। নিলামের ট্রেন্ডস বলছে, এবার নিলামে রেকর্ড গড়তে পারেন ঋষভ পন্থ। শ্রেয়স আইয়ারকে ছেড়ে দিয়েছে কেকেআর। তিনিও সর্বাধিক দর পেতে পারেন। নিলামের ট্রেন্ডস বলছে, এবার বড় দর পেতে পারেন আর্শদীপ সিং। পঞ্জাব কিংস তাঁকে ছেড়ে দিয়েছে। আরসিবি টিম ঝাঁপাতে পারে কে এল রাহুলের জন্য। আইপিএলে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে বড় দর পেতে পারেন যুজভেন্দ্র চাহাল। বড় দর পেতে পারেন রাজস্থানের ধ্রুব জুরেল, কুলদীপ যাদবরাও।
এবার মেগা নিলামে বেশ কিছু বিদেশি ক্রিকেটারের দিকে নজর থাকবে ফ্র্যাঞ্চাইজিগুলির। এই তালিকায় শীর্ষে আছেন জেক ফ্রেজার ম্যাকগার্ক। গত মরশুমে বিস্ফোরক ব্যাটিং করেছেন ম্যাকগার্ক। ৯ ম্যাচে ৩৩০ রান. স্ট্রাইক রেট ২৩৪.০৪। দিল্লি ক্যাপিটালসে ডেভিড ওয়ার্নারের শূন্যস্থান পূরণ করেছেন তিনি। রাজস্থান রয়্যালসের ওপেনার জস বাটলারের দিকেও নজর থাকবে। ভারতের মাটিতে বেশ সফল তিনি। ২০২২ সালে মেগা নিলামে কাগিসো রাবাদাকে ৯ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে কিনেছিল পঞ্জাব কিংস। এবার নিলামে দক্ষিণ আফ্রিকার পেসারের নিয়ে দড়ি টানাটানি হবে। বড় দর পেতে পারেন কিউয়ি টিমের রাচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে, ড্যারিল মিচেল, মিচেল সান্টনাররা।
মিনি নিলামে গত মরশুমে বিরাট অর্থ খরচ করে মিচেল স্টার্ককে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু মরশুমের শুরু থেকে যে ক্রিকেটার দুরন্ত পারফরম্যান্স করেছেন, তিনি দলের ওপেনার ফিল সল্ট। এবার সল্টকেও ছেড়ে দিয়েছে কলকাতা। তাঁর দর নিলামে অনেকটাই উঠবে। এদিকে অজি পেসার মিচেল স্টার্ককেও বাজেট অনুযায়ী কিনে নিতে চাইবে ফ্র্যাঞ্চাইজিগুলি।