নতুন রূপে আসছে আইপিএল ২০২৫। নভেম্বরেই বসছে মেগা নিলাম। এখনও পর্যন্ত নিলাম নিয়ে তেমন কোনও তথ্য বাইরে আসেনি। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গিয়েছে, এবার আরব আমিরশাহিতে নিলামের আসর বসবে!
নিলামের নির্দিষ্ট দিন কবে, কিছুই জানায়নি বিসিসিআই। তবে এই নিলামের দিকে তাকিয়ে আপামর ক্রিকেটপ্রেমী। এই নিলামে অনেক বড় বড় ক্রিকেটারকে ছেড়ে দেবে ফ্র্যাঞ্চাইজিগুলি। কেকেআর, মুম্বই ইন্ডিয়ান্স, সিএসকে, আরসিবি-র মতো প্রত্যেক দলই এবার মেগা নিলাম থেকে এমন ক্রিকেটারকে কিনতে চাইবেন, যারা আগামী কয়েকবছর দলের মুখ হয়ে উঠতে পারেন। গতবার মিনি নিলামে সবথেকে বেশি দাম পেয়েছিলেন মিচেল স্টার্ক। এবার নিলামে অনেকগুলি নিয়ম পাল্টেছে। ৩১ অক্টোবর, আইপিএল কর্তৃপক্ষের কাছে রিটেনশন তালিকা জমা দেওয়ার শেষ দিন। তার আগে সব ফ্র্যাঞ্চাইজিগুলি কাদের ছাড়বে, তার তালিকা বানাতে হবে।
গতবছর মিনি নিলামে সবথেকে বেশি দাম পেয়েছিলেন মিচেল স্টার্ক। আইপিএলে এতবছর না খেলেও মিনি নিলামে কেন এত দাম পেলেন, তা নিয়ে সমালোচনা হয়। এবার মেগা নিলাম। দুদিন ধরে চলবে এবার নিলাম। মেগা নিলামে যে কোনও ক্রিকেটারের দাম অনেকটাই উঠতে পারে। তবুও প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিকে টিম তৈরি করার জন্য নির্দিষ্ট বাজেট দিয়ে রেখেছে বিসিসিআই। মেগা নিলামে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজির বাজেট ১২০ কোটি টাকা। নিলামে প্লেয়ার কেনার জন্য ৭৫ শতাংশ টাকা খরচ করতেই হবে কোনও টিম কর্তৃপক্ষকে। নিলামে ক্রিকেটারদের ক্যাপড প্লেয়ার, আনক্যাপড প্লেয়ার, বিদেশি, এই তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। যতজন ক্রিকেটারকে ধরে রাখবে ফ্র্যাঞ্চাইজি, সেই টাকা টিম বাজেট থেকেই কেটে যাবে। সেই বকেয়া টাকা নিয়েই নিলামে অংশ নিতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলিকে। শুধু তাই নয়, মেগা নিলামে রাইট টু ম্যাচ কার্ডও ব্যবহার করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি।
এবার আইপিএলের মেগা নিলামে নজরে থাকছেন কারা!
রোহিত শর্মা
এবার আইপিএল নিলামে সব রেকর্ড ভেঙে দিতে পারেন রোহিত শর্মা। ভারত অধিনায়ক রোহিতকে গতবছরই অধিনায়ক থেকে সরিয়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এরপর থেকেই রোহিতের দল ছাড়ার সম্ভাবনা বাড়ছিল। এবার রোহিতকে ছেড়ে দিলে একাধিক ফ্র্যাঞ্চাইজি নিলামে তাঁকে কিনে নিতে চাইবে। তালিকায় রয়েছে চেন্নাই সুপার কিংস, আরসিবি, পঞ্জাব কিংসের মতো টিম।
অভিষেক শর্মা
জাতীয় দলে অভিষেক করেছেন। গত আইপিএলে নিজের চেনা ফর্মে ছিলেন অভিষেক শর্মা। সানরাইজার্স হায়দরাবাদ তাঁকে রিটেইন করবে, তা একপ্রকার নিশ্চিত। কিন্তু যদি তাঁকে ছেড়ে দেয় সানরাইজার্স, তা হলে নিলামে বড় দাম পেতে পারেন অভিষেক শর্মা।
আকাশদীপ সিং
আরসিবি টিমে তারকাদের ভিড়ে স্বপ্রতিভ আকাশদীপ সিং। এবার আরসিবি যদি আকাশদীপকে ছেড়ে দেয়,তা হলে নিলামে বড় দাম পেতে পারেন বাংলার ক্রিকেটার।
ফাফ দুপ্লেসি
এবার অধিনায়ক ফাফ দুপ্লেসিকে ছেড়ে দিতে পারে আরসিবি। দক্ষিণ আফ্রিকার হার্ড হিটার দুপ্লেসিকে কিনতে ঝাঁপাবে যে কোনও ফ্র্যাঞ্চাইজি।
ফিল সল্ট
গত মরশুমে কেকেআরের অন্যতম ওপেনার ছিলেন ফিল সল্ট। সল্টকে ছেড়ে দিতে পারে কলকাতা। তাঁকে কিনতে ঝাঁপাবে অন্য ফ্র্যাঞ্চাইজিগুলি।
মিচেল মার্শ
অজি অলরাউন্ডার মিচেল মার্শকে এবার ছেড়ে দিতে পারে দিল্লি। মার্শ যে কোনও দলের কাছেই সম্পদ। মিচেল মার্শকে কিনতে ঝাঁপাতে পারে আরসিবি বা মুম্বই ইন্ডিয়ান্সের মতো দলগুলি।