আর একসপ্তাহ বাকি আইপিএলের মিনি নিলাম। ৩৩৩ জন ক্রিকেটার এবার নিলামে উঠবেন। মঙ্গলবার কোন পদ্ধতিতে নিলাম হবে।
মঙ্গলবার দুপুর ২.৩০ থেকে নিলাম শুরু হবে। প্রতিবার নিলামে সব ক্রিকেটারকে একাধিক ভাগে ভাগ করা হয়। এবারও ১৯টি বিভাগ তৈরি হয়েছে। ব্যাটার, অলরাউন্ডার, উইকেটকিপার, পেসার ও স্পিনারদদের আলাদা বিভাগ আছে। দেশের ক্রিকেটারদের দুটি বিভাগ। ক্যাপড ও আনক্যাপড। আবার বিদেশিদেরও তাই। ১২ ডিসেম্বর ছিল ট্রেডিংয়ের শেষ দিন। নিলামের একসপ্তাহ আগে ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে যাবে। আবার নিলামের পরে এক মাস খোলা থাকবে এই উইন্ডো।
১৯ ডিসেম্বর দুবাইয়ে আইপিএলের মিনি নিলামের আসর বসবে। স্টার স্পোর্টসে এই নিলাম সরাসরি দেখা যাবে। ইতিমধ্যেই রিলিজ প্লেয়ারের তালিকা ঘোষণা করেছে দলগুলি। ট্রেডিংয়ে গুজরাত টাইটান্স থেকে মুম্বই ইন্ডিয়ান্সে ফিরে চমক দিয়েছেন হার্দিক পান্ডিয়া।