১৯ ডিসেম্বর দুবাইয়ে আইপিএলের মিনি নিলাম। এই নিলামে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি নতুন ক্রিকেটার দলে তুলতে মরিয়া। কিন্তু সব ফ্র্যাঞ্চাইজি কতজন করে ক্রিকেটার কিনতে পারবেন, তা আগে থেকেই ঠিক করা আছে।
সবথেকে বেশি ক্রিকেটার কিনতে পারবে কেকেআর। শাহরুখ-গম্ভীরদের টিম এই নিলামে ১২ জন ক্রিকেটারকে কিনতে পারবেন। বিদেশি ক্রিকেটার থাকতে পারবেন ৪ জন। সৌরভ-পন্টিংদের দল দিল্লি ক্যাপিটালস কিনতে পারবেন ৯ জন ক্রিকেটার।
৮ জন ক্রিকেটার কিনতে পারবে মুম্বই, গুজরাত, রাজস্থান ও পঞ্জাব। তার মধ্যে সর্বাধিক ২ জন বিদেশিকে সই করাতে পারবে গুজরাত। মুম্বই ইন্ডিয়ান্স ৪ জন, রাজস্থান রয়্যালস ৩ জন ও পঞ্জাব কিংস ২ জন বিদেশি ক্রিকেটার কিনতে পারবে। ৬ জন করে ক্রিকেটার কিনতে পারবে চেন্নাই, লখনউ, হায়দরাবাদ ও বেঙ্গালুরু। লখনউ ২ জন, ও বাকি টিম ৩ জন করে বিদেশিকে সই করাতে পারবেন।