দেশজুড়ে পালিত হচ্ছে হোলি (Holi 2022)। রঙের উৎসবে মাতল আইপিএলের টিমগুলি (IPL Teams)।এবার আইপিএলে অংশ নিচ্ছে ১০টি টিম। দুটি নতুন টিম যোগ দিয়েছে টুর্নামেন্টে। বায়ো বাবলে (Bio Bubbles) থাকলেও হোলি উৎসবের ছোঁয়া লাগল আইপিএলের টিমগুলিতে।
এবার আইপিএলে (IPL 2022) মুম্বইয়ের টিম হোটেলে আছেন ক্রিকেটাররা। রাজস্থান রয়্যালস ও গুজরাট টাইটান্সের ক্রিকেটাররাও পরষ্পরকে হোলির শুভেচ্ছা জানান। হোটেলের ঘরে বসে ফ্যানদেরও শুভেচ্ছা জানালেন ক্রিকেটাররা। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা টিমের পক্ষ থেকে হোলির শুভেচ্ছা জানান সবাইকে। মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে রোহিতের একটি ভিডিও পোস্ট করা হয়। শুভেচ্ছা জানাতে গিয়ে কীভাবে হোঁচট খেয়েছেন রোহিত, সেটাই দেখা গেল ওই ভিডিওতে।
আরও পড়ুন: হোলির দিন নতুন জার্সি উদ্বোধন কেকেআরের, নতুন বেশেই আইপিএলে নামবেন শ্রেয়স আইয়াররা
হোলির শুভেচ্ছা জানাল কলকাতা নাইট রাইডার্সও। অধিনায়ক শ্রেয়স আইয়ার সহ টিমের ক্রিকেটাররা রঙ খেললেন বায়ো বাবলে থেকেই। তবে দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটাররা জমিয়ে রং খেললেন। টুইটারে পোস্ট করলেন সেই ছবিও।