রবিবার আইপিএলে হাইভোল্টেজ ম্যাচ। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামছে সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে জিতলেও পরের ম্যাচে হারতে হয়েছে গুজরাতকে। একই অবস্থা সানরাইজার্সেরও। প্রথম ম্যাচে তাঁরা কেকেআরের বিরুদ্ধে হারে। দ্বিতীয় ম্যাচে মুম্বইকে হারিয়ে কিছুটা আত্মবিশ্বাস বেড়েছে প্যাট কামিন্সদের।
শেষ ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে ২৭৭ রান তুলেছিল সানরাইজার্স। হেনরি ক্লাসেন দুরন্ত ফর্মে আছেন। অভিষেক শর্মা রান পেয়েছেন। রান পেয়েছেন ট্রেভিস হেডও। তবুও চিন্তা যাচ্ছে না হায়দরাবাদের। ২৭৭ রান তাড়া করতে গিয়েও অনেক রান খেতে হয়েছে বোলারদের। উমেশ যাদবের পরিবর্তে আগামী ম্যাচে দলে আসতে পারেন কার্তিক ত্যাগী, সুশান্ত মিশ্র অথবা সন্দীপ ওয়ারিয়ার। গুজরাতের বিরুদ্ধে প্রথমবার নামতে পারেন ওয়াশিংটন সুন্দরও।
গুজরাত টিমে শুভমান গিল এখনও রান পাননি। বড় রানের আশায় কেন উইলিয়ামসন, ডেভিড মিলাররা। ঘরোয়া ক্রিকেটার সাই সুদর্শন ও বিজয় শঙ্করও ভরসা গিলের। সাইরাইজার্সের বিরুদ্ধে জয়ের লক্ষ্য নিয়ে ঝাঁপাবে গুজরাত টাইটান্স।