MS Dhoni: মহেন্দ্র সিং ধোনি কি এবার আইপিএলে খেলবেন, নিলামের আগে চেন্নাই কর্তাদের সঙ্গে বৈঠকে মাহি

Updated : Oct 06, 2024 16:35
|
Editorji News Desk

আইপিএলের রিটেনশনের নিয়ম ঘোষণা করেছে বিসিসিআই। মেগা নিলাম যত এগিয়ে আসছে, তত প্রশ্ন বাড়ছে। মহেন্দ্র সিং ধোনি কী করবেন! ক্রিকেট বিশেষজ্ঞদের অনুমান, অক্টোবেরর মাঝামাঝি সব সিদ্ধান্ত পরিষ্কার হয়ে যাবে। বিশ্বকাপজয়ী অধিনায়ক মাহি কি অবসর নিয়ে ফেলবেন! জানিয়ে দেবেন চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজিকে। সিএসকে কিন্তু শেষ পর্যন্ত আশাবাদী, ক্যাপ্টেন কুল সব বাধা কাটিয়ে হলুদ জার্সিতে ২০২৫ আইপিএলেও মাঠে নামবেন। 

বিভিন্ন প্রতিবেদনের খবর অনুযায়ী, অক্টোবরের মাঝামাঝি সিএসকে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসতে পারেন মাহি। নিজের পরিকল্পনা নিয়ে এখনও কিছুই জানাননি তিনি। কয়েকদিন আগেই আমেরিকা থেকে দেশে ফিরেছেন। বাড়ি ফিরেই সিএসকের মালিকদের সঙ্গে যোগাযোগও করেছেন। রিপোর্ট থেকে জানা গিয়েছে, ধোনির সঙ্গে মুম্বইয়ে বৈঠকে বসতে পারেন সিএসকে কর্তারা। ধোনি যদি কোনও সবুজ সংকেত না দেন, সেই অনুযায়ী নিলাম নিয়ে পরিকল্পনা করবে সিএসকে।

আইপিএলের রিটেনশন নিয়ম বলছে, এবার আনক্যাপড প্লেয়ারদের ধরে রাখতে গেলে কমপক্ষে ৪ কোটি টাকা দিতে পারেন। জাতীয় দলে খেলা কোনও ক্রিকেটারকে রাখতে গেলে ১৮ কোটি, ১৪ কোটি বা ১১ কোটি টাকা দিতে হবে। প্লেয়াররা সাড়ে ৭ লক্ষ টাকা করে ম্যাচ ফি পাবেন।

এই নিয়মের জন্যই অপেক্ষা করছিল সিএসকে। পুরনো নিয়ম ফিরিয়ে এনে ধোনিকে ধরে রাখতে চাইছে আইপিএল কর্তৃপক্ষ। এমনই মনে করছেন প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ। আইপিএলের অন্যতম ব্র্যান্ড ধোনি। তিনি অবসর নিলে অনেকটাই গ্ল্যামার হারাবে এই টুর্নামেন্ট। কাইফের মতে, "নিয়ম সঠিক সময় বদলনো হয়েছে। আশা করব, ধোনি ফিট আর এবারও খেলবেন। ধোনির জন্যই তো নিয়ম বদল। ওর মতো ক্রিকেটারের জন্য নিয়ম পাল্টালে অবশ্যই খেলা উচিত মাহির।" গত কয়েক বছর ধরে ধোনির অবসর নিয়ে অনেক কথা ওঠে। শোনা যায়, খুব তাড়াতাড়ি ক্রিকেটকে বিদায় জানাবেন মাহি। সরাসরি প্রশ্নে আইপিএলের রিটেনশন পদ্ধতি কী হবে, তা নিয়ে ইঙ্গিত দেন সিএসকের সফল অধিনায়ক। এবার আনক্যাপড প্লেয়ারদের ধরে রাখা নিয়ে নিয়মে বদল এনেছে বিসিসিআই। 

IPL

Recommended For You

editorji | খেলা

Virat Kohli: পরিবার নিয়ে দেশ ছাড়ছেন বিরাট কোহলি! দাবি শৈশবের কোচ রাজকুমার শর্মার

editorji | খেলা

Indian Cricket: পাকিস্তানেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, তবে নিরপেক্ষ ভেনুতে খেলবে ভারত, ঘোষণা আইসিসির

editorji | খেলা

Ravichandran Ashwin : অবসর নিয়ে রবিচন্দ্রন অশ্বিনের কান্না, গম্ভীরের কী ভূমিকা ছিল জানেন?

editorji | খেলা

Ravichandran Ashwin: দেশে ফিরেই সংবর্ধনায় ভাসলেন, অশ্বিনের কেরিয়ারের সেরা পাঁচ মুহূর্ত

editorji | খেলা

Rohit Sharma : ব্রিসবেনে চরম ভুল রোহিতের ! অশ্বিনের অবসরের পর কি বললেন ভারত অধিনায়ক ?