নববর্ষের আগেই ভয়াবহ গাড়ি দুর্ঘটনা (Rishabh Pant Car Accident)। কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি ছিলেন ঋষভ পন্থ। শনিবার তাঁর হাঁটুর লিগামেন্টে জটিল অস্ত্রোপচার করলেন চিকিৎসকরা।
জানা গিয়েছে, চিকিৎসক দিনশ পারদিওয়ালার নেৃতৃত্বে অস্ত্রোপচার হয়েছে। ২-৩ ঘণ্টা সময় লেগেছে। চিকিৎসকরা আগেই জানিয়েছিলেন, গাড়ি দুর্ঘটনায় ক্রিকেটারের হাঁটুর লিগামেন্টে মারাত্মক চোট লেগেছে। অস্ত্রোপচার ছাড়া চিকিৎসা সম্ভব নয়।
আরও পড়ুন: 'আমাদের দূরত্ব অন্যের আলোচনার বিষয় নয়'! শোয়েবের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন সানিয়া
একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ঋষভ পন্থকে সুষ্ঠুভাবেই অস্ত্রোপচার সম্পন্ন করেছেন চিকিৎসকরা। হাসপাতাল কোনও ছবি প্রকাশ করেনি। ঋষভ পন্থ সম্পূর্ণ সুস্থ আছেন। পন্থের মেডিকেলের দায়িত্বে আছে বিসিসিআই। বোর্ডের মেডিকেল টিমের তত্ত্বাবধানেই চিকিৎসা হচ্ছে ঋষভ পন্থের।