আশঙ্কা ছিল । সেটাই সত্যি হল । ঈশান কিষাণ এবং শ্রেয়স আইয়ারকে বার্ষিক চুক্তি থেকে বাদ দিল ভারতীয় ক্রিকেট বোর্ড । বুধবার ২০২৩-২৪-এর বার্ষিক চুক্তির তালিকা ঘোষণা করেছে বিসিসিআই । কিন্তু, সেখানে নাম নেই ঈশান ও শ্রেয়সের ।
বুধবার বার্ষিক চুক্তির তালিকায় গ্রেড A+ বিভাগে রাখা হয়েছে অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরা এবং রবীন্দ্র জাদেজাকে । কিন্তু, শ্রেয়স ও ঈশানকে যে চুক্তি থেকে বাদ দেওয়া হবে, তা আগেই আশঙ্কা করা হয়েছিল । গ্রেড A-তে রয়েছেন অশ্বিন, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, কে এল রাহুল, শুভমন গিল ও হার্দিক পান্ডিয়া । গ্রেড বি-তে রয়েছেন সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল । গ্রেড সি-তে রয়েছেন রিঙ্কু সিং, তিলক বর্মা, শিবম দুবেরা ।
বারবার বোর্ডের নির্দেশ সত্ত্বেও রঞ্জিতে খেলেননি ঈশান কিষাণ । বোর্ডের কথায় কর্ণপাতই করেননি তিনি । নিজের মতো অনুশীলন করে ডিওয়াই পাটিল টি২০ প্রতিযোগিতায় যোগ দেন। অন্যদিকে, একই পথে হাঁটেন শ্রেয়স আইয়ার । রঞ্জি থেকে মুখ ফেরান তিনি । তবে, BCCI-এর তৎপরতায় রঞ্জি ট্রফির সেমিফাইনালে মুম্বইয়ের হয়ে তামিলনাড়ুর বিরুদ্ধে খেলতে নামছেন শ্রেয়স আইয়ার । কিন্তু, শেষপর্যন্ত তাঁরও কেন্দ্রীয় চুক্তি বাতিল করা হল ।