ইন্দোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের পর আমেদাবাদে প্রথম একাদশ বদলের পরিকল্পনা রয়েছে ভারতের। বর্ডার-গাভাসকর ট্রফিতে টেস্ট ক্রিকেটে অভিষেক হতে পারে ইশান কিষাণের।
গাড়ি দুর্ঘটনার পর এখনও সুস্থ হননি ঋষভ পন্থ। তাঁর পরিবর্তে টিমে এসেছিলেন ভরত শ্রীকর। কিন্তু এই টেস্টে বাদ পড়তে পারেন শ্রীকর। ঋষভ পন্থের মতো ইশান কিষাণও মারকুটে ব্যাটসম্যান। পন্থ এতদিন যে কাজ করছিলেন, সেটাই ইশানের কাছে চাইছে টিম ম্যানেজমেন্ট।
বাংলাদেশে ওয়ানডে সিরিজে ডাবল সেঞ্চুরি করেছিলেন ইশান কিষাণ। কিন্তু তারপরেও টেস্ট টিমে জায়গা পাননি। তা নিয়ে সমালোচনার কোপেও পড়েছিল বোর্ড। এবার ইশান কিষাণের উপর ভরসা রাখতে চাইছে দ্রাবিড় অ্যান্ড কোং।