আইপিএলে ভাল ফর্মে ছিলেন ইশান কিষাণ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে হঠাৎ বাদ পড়েছিলেন। এবার দলীপ ট্রফি টুর্নামেন্টেও দেখা যাবে না ইশানকে। পূর্বাঞ্চলকে নেতৃত্ব দেবেন বাংলার অভিমূন্য ঈশ্বরন। সহ অধিনায়ক শাহবাজ নাদিম।
প্রথম শ্রেণির ক্রিকেটে কেন অংশ গ্রহণ করছেন না ইশান কিষাণ, তা যদিও জানা যায়নি। নির্বাচকরাও তাঁর সিদ্ধান্তে বিভ্রান্ত। পূর্বাঞ্চলের এক নির্বাচন কমিটির সদস্য জানিয়েছেন, ইশানের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু তিনি দলীপ ট্রফি খেলতে রাজি নন। তাঁর চোট আছে কিনা, তাও জানাননি ইশান।
ইশান না খেললে, নির্বাচক কমিটির হাতে থাকছেন শ্রীকর ভারত। দলীপ ট্রফিতে দক্ষিণাঞ্চলের হয়ে খেলছেন তিনি। তৃতীয় বিকল্প অভিষেক পোড়েল। ত্রিপুরার হয়ে খেলেন ঋদ্ধিমান সাহা। তিনিও দলীপ ট্রফি খেলবেন না। ত্রিপুরার নির্বাচক জয়ন্ত দে জানিয়েছেন, জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য দলীপ ট্রফি খেলছেন ক্রিকেটাররা। তাই ঋদ্ধি দলীপ ট্রফিতে নামবেন না। তাই অভিষেক পোড়েলকে ভাবা হয়েছে।