কোচ ও নির্বাচকদের কথা না শোনায় বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন ইশান কিষাণ। টেস্টের মাঝপথে চলে এসেছিলেন। এবার জানা গিয়েছে, ইংল্যান্ড সিরিজের মাঝপথে ইশানকে ডেকেছিল বোর্ড! সেই ডাকও প্রত্যাখ্যান করেন ইশান। ফলে চুক্তি থেকে বাদ পড়া নিশ্চিত হয়ে যায় ইশান কিষাণের।
একটি ক্রিকেট ওয়েবসাইটের দাবি, প্রথম দুই টেস্টে কে এস ভরত খারাপ খেলায় বোর্ডের তরফে যোগাযোগ করা হয়েছিল। ইশান জানান, এখনও তিনি টেস্ট খেলার জন্য তৈরি নন। এরপরই ধ্রুব জুরেলকে বিকল্প হিসেবে নেওয়া হয়। জুরেল এতটাই ভাল খেলেন, যে আগামী গিনে ইশান কিষাণ সুযোগ পাবেন কিনা, তা এখন প্রশ্নের মুখে।
আরও পড়ুন: গ্রেস হ্যারিসের বিধ্বংসী ইনিংস, ৬ উইকেটে জয় ইউপি ওয়ারিয়ার্সের, হারল গুজরাত টাইটান্স