এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার মুখোমুখি ভারত-পাকিস্তান (Indian-Pakistan)। রবিবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সুপার ফোরের লড়াই (Super Four Contest)। পাকিস্তানের মতো শক্তিশালী টিমের বিরুদ্ধে নামার আগে স্বস্তি নেই টিম ইন্ডিয়ার (Team India) শিবিরে। চোট পেয়ে বাদ পড়েছেন রবীন্দ্র জাদেজা। এবার পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে ভাইরাল জ্বরে ভুগছেন টিমের আরেক বোলার আবেশ খান (Avesh Khan0। যার ফলে ম্যাচের আগেও প্রথম একাদশ নিয়ে এখনও সন্দিহানে ভারত অধিনায়ক রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড়।
গত রবিবার ভারতের জয়ের অন্যতম কাণ্ডারি ছিলেন রবীন্দ্র জাদেজা ও হার্দিক পান্ডিয়া। বোলিংয়ে সেরা পারফরম্যান্স করেছেন ভুবনেশ্বর কুমার। গত দুটি ম্যাচেই টিমের নির্ভরযোগ্য পারফর্মার হয়ে উঠেছিলেন আবেশ খান। কিন্তু আবেশ না খেলতে পারলে, টিমে বিকল্প কোনও পেসার নেই। পাকিস্তান টিমে অধিকাংশ বাঁ-হাতি বোলার। সেক্ষেত্রে টিমে বাড়তি ডানহাতি ব্যাটসম্যান আনা হতে পারে। এদিকে রবীন্দ্র জাদেজার পরিবর্তে টিমে সুযোগ পেতে পারেন রবিচন্দ্রন অশ্বিন। উইকেটকিপার হিসেবে কার্তিক না পন্থ, কে সুযোগ পাবেন, তা নিয়েও ভাবতে হচ্ছে অধিনায়ককে।
আরও পড়ুন: লেজেন্ডস লিগে নেই সৌরভ, কেন খেলবেন না, জানালেন মহারাজ
খাতায় কলমে পাকিস্তানের বোলিং লাইন আপ অনেক বেশি শক্তিশালী। গত ম্যাচে ভারতের বিরুদ্ধে দারুণ সাফল্য পেয়েছেন পাকিস্তানের ১৯ বছরের তরুণ বোলার নাসিম শাহ। এবার বাবর আজম, ইফতিকার আহমেদ, মহম্মদ রিজওয়ানদের কাছে বদলার ম্যাচ।