বিধ্বংসী বোলিং টিম ইন্ডিয়ার। জসপ্রীত বুমরা (Jaspreet Bumrah) ও মহম্মদ শামির (Mohammad Shami) বোলিংয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ল ইংল্যান্ডের ব্যাটিং। ১১০ রানে শেষ হয়ে গেল ইংল্যান্ডের ইনিংস। ৩ ওভার মেডেন দিয়ে ৬ উইকেট পেলেন জসপ্রীত বুমরা।
মঙ্গলবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে নেমেছিল ভারত। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। ১৬ ওভারের মধ্যে ৮ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। ৭.২ ওভারে ৩টি মেডেন নিয়ে ৬ উইকেট তুলে নেন বুমরা। খরচ করেছেন মাত্র ১৯ রান। এদিকে মহম্মদ শামি ৭ ওভার ৩১ রান দিয়ে তুলে নিয়েছেন ৩ উইকেট। এক উইকেট পেয়েছেন প্রাসিদ কৃষ্ণা।
আরও পড়ুন: ক্লান্ত, তাই বাংলা টিমের কোচের পদ থেকে ইস্তফা দিলেন অরুণ লাল
এদিন চোটের জন্য প্রথম একাদশে নামতে পারেননি বিরাট কোহলি। তাঁর পরিবর্তে দলে আসেন শ্রেয়স আইয়ার। ওভালে প্রথম ওয়ানডে ম্যাচে এত কম রানে আটকানোর পর জয়ের অপেক্ষায় ভারতীয় শিবিরে।