নিউজিল্যান্ডে পিঠে অস্ত্রোপচার করালেন জসপ্রীত বুমরা। গত সেপ্টেম্বর থেকে চোটে কাবু তিনি। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে আছেন। চোটের জন্য আইপিএল থেকেও ছিটকে গিয়েছেন। ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপের আগে সম্পূর্ণ ফিট হতে চান বুমরা।
ক্রিকবাজ়ের একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, পিঠে সফর অস্ত্রোপচার হয়েছে বুমরার। আগামী ৬ মাস সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসক। এই সার্জারির জন্যই আইপিএল থেকে ছিটকে গিয়েছেন বুমরা। গতবছর এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপেও খেলেননি তিনি।
আরও পড়ুন: পাখির চোখ টেস্ট চ্যাম্পিয়নশিপ, পিচ বিতর্ক নিয়ে ভাবতেই চান না, জানিয়ে দিলেন দ্রাবিড়
বুমরা না থাকায় ভারতীয় দলে বর্তমানে সুযোগ পেয়েছেন মহম্মদ সিরাজ, উমরান মালিকরা। তবে বোর্ডের আশা ওয়ানডে বিশ্বকাপের আগে দলে ফিরবেন জসপ্রীত বুমরা।