ব্রেকফাস্টে চেয়েছিলেন গরম গরম ফুলকো লুচি ও সবজি। পাঁচতারা হোটেলে পুরি-সবজির অর্ডার দিয়ে যা পাওয়া গিয়েছে, তাতে চটে লাল, ঝুলন গোস্বামী।
বর্তমানে আইপিএলের ম্যাচে ধারাভাষ্য দিতে মুম্বইয়ে রয়েছেন ঝুলন। গত কয়েকদিন ধরে হোটেল কর্তৃপক্ষের কাছে খাবার নিয়ে অভিযোগ করেছেন। তবে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। এবার খাবারের ছবি-সহ টুইট করেছেন 'চাকদা এক্সপ্রেস'।
শনিবার সকালে ঝুলন নিজে তাঁর টুইটারে ছবি পোস্ট করে লেখেন, "খাবারের মান নিয়ে ভীষণ হতাশ। একাধিক স্টাফের কাছে অভিযোগ করা সত্ত্বেও নিম্নমানের খাবার পরিবেশিত হচ্ছে। নামী হোটেলের থেকে ভালো কিছু আশা করেছিলাম।"