দুর্গাষ্টমীতে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পুজোর আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন বাংলার মেয়ে ঝুলন গোস্বামী। লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষবার নামবেন তিনি। ২০ বছরের কেরিয়ার শেষ। মেয়েদের ক্রিকেটে সর্বাধিক উইকেট শিকার করেছেন ঝুলন। শনিবার বিদায়বেলায় আরও একবার জ্বলে উঠতে চান চাকদা এক্সপ্রেস।
ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে আবেগতাড়িত ঝুলন গোস্বামী। তাঁর এই দীর্ঘ কেরিয়ারে আক্ষেপও আছে অনেক। ঝুলন অকপটে জানালেন সেকথা। তিনি বলেন, "আমি দুটি বিশ্বকাপের ফাইনাল খেলেছি। যদি তার মধ্যে একটিও জিততে পারতাম, তা হলে নিজের তো বটেই, দলেরও সবাই খুশি হতাম। বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়েই খেলা শুরু করে যে কোনও ক্রিকেটার। চার বছর ধরে বিশ্বকাপের প্রস্তুতি চলে। সকলের জন্যই বিশ্বকাপ জয় স্বপ্ন।"
২০০২ সালে আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেন ধুলন। এখনও পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে ২৫৩টি উইকেট নিয়েছেন। বাংলার ঘরের মেয়ে লর্ডসে বিদায়ি ম্যাচ খেলবেন। তার জন্য বিশেষ উদ্যোগও নিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। আইনক্সে লাইভ দেখানো হবে ঝুলনের শেষ ম্যাচ।