তাঁর প্রিয় দাদার কথা রাখতে পারলেন না বাংলার ঝুলন। মেয়েদের আইপিএলে দিল্লির প্রস্তাব নাকচ করে মুম্বইয়ের বোলিং কোচ হল ভারতের প্রাক্তন অধিনায়ক। এর আগে দিল্লির কোচ হওয়ার জন্য ঝুলনকে প্রস্তাব দিয়েছিলেন দিল্লির ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়। ইন্ডিয়াউইন স্পোর্টস প্রাইভেট লিমিটেড নামের একটি সংস্থা এবার মেয়েদের আইপিএলে মুম্বই দলের মালিক। ৯১৩ কোটি টাকা দিয়ে এই দল কিনেছে তারা। সেই দলের বোলিং কোচ হলেন ঝুলন গোস্বামী।
গত বছর বিশ্বকাপের পরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ঝুলন গোস্বামী। আন্তর্জাতিক তাঁর ঝুলিতে রয়েছে সাড়ে তিনশোর বেশি উইকেট। আইপিএলে দিল্লির মেন্টর সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, তাঁরা ঝুলনকে চেয়েছিলেন। কিন্তু ঝুলন মুম্বই যাচ্ছেন।
এই মাসেই মেয়েদের আইপিএলের নিলাম হওয়ার কথা। মনে করা হচ্ছে ১১ বা ১৩ তারিখ নাগাদ এই নিলাম হবে। নয়াদিল্লি বা মুম্বইয়ে হবে এই নিলাম। মেয়েদের আইপিএল শুরু হতে পারে ৪ মার্চ থেকে। চলবে ২৪ মার্চ পর্যন্ত।