ঐতিহ্যবাহি এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির বিশেষ বৈঠকে যোগ দিতে লন্ডন পাড়ি বাংলার ঝুলনের। বলাই বাহুল্য বিশ্ব ক্রিকেটেও প্রশংসিত ভারতীয় মহিলা দলের এই প্রাক্তন অধিনায়ক। এমসিসিতে ঝুলনের সফর সঙ্গী ইয়ন মর্গ্যান, এবং ইংল্যান্ডের মহিলা দলের প্রাক্তন অধিনায়ক হেডার নাইট। এবার লর্ডসে MCC এর মিটিং-এ যোগ দেবেন ভারতের অন্যতম সেরা পেসার ঝুলন গোস্বামী।
ICC World Cup 2023 : মঙ্গলবার সূচি ঘোষণা বিশ্বকাপের, সেমিফাইনাল পেতে পারে ইডেন !
বল হাতে দুর্দান্ত গতি ঝুলনের, গতবছরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ঝুলন। চলতি বছরের এপ্রিলে এমসিসি-র সাম্মানিক সদস্য হন বঙ্গ তনয়া ঝুলন গোস্বামী। এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির প্রধান এখন ইংল্যান্ডের প্রাক্তন তারকা মাইক গ্যাটিং, তিনি স্বাগত জানিয়েছেন ঝুলন, হেদার ও মর্গ্যানকে।