ভেবেছিলেন বিশ্বকাপে চোট পাওয়ার পরই ক্রিকেট ছেড়ে দেবেন। কিন্তু তাঁর সেই ভাবনা বাস্তব হতে দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড এবং সিএবি। বরং তাঁকে ওই পরিস্থিতি থেকে বার করে এনেছিলেন ভারতীয় ক্রিকেটের কর্তারাই। তিনি ভাগ্যবান যে লর্ডস থেকেই তাঁর ক্রিকেট জীবন শেষ হয়েছে। সোমবার কলকাতায় ফিরে একথা জানিয়েছেন, ভারতীয় মহিলা ক্রিকেটের কিংবদন্তি ঝুলন গোস্বামী।
এই বিমান বন্দর দিয়ে অনেকবার কলকাতায় ফিরেছেন। আবার চাকদহ চলে গিয়েছে। অনেক সময় একা, তার চেয়েও বেশি সময়ে নিস্তব্ধে। কিন্তু দেবীপক্ষের প্রথম সোমবার যেন এক অচেনা ছবি। ঝুলন ফিরছেন। তাঁকে অভ্যর্থনা দিয়ে বিমানবন্দরে হাজির খোদ সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া। থিকথিকে ভিড়েই ঝুলনকে অভ্যর্থনা জানানো হয়।
গত দু দশের ক্রিকেট জীবন শেষ হয়েছে লর্ডসের মাঠে। অনেক স্মৃতিকে অতীত করে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন, ভারতীয় মহিলা ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক। সেই স্মৃতি যেন বারবার উঠে আসছিল এদিনের বিমানবন্দরে। ঝুলনের সঙ্গেই এদিন কলকাতায় ফিরেছেন আর এক ভারতীয় ক্রিকেটার দীপ্তি শর্মা। যিনি এখন বিশ্ব ক্রিকেটের টক অফ দ্য টাউন। কারণ, শেষ ম্য়াচে লর্ডসে ইংলিশ ব্যাটারকে তাঁর রান আউট করার পরেই অনেক কথা ওঠে। সেই দীপ্তি জানিয়ে গেলেন, নিয়মের বাইরে তিনি কোনও কাজ করেননি। আউট করার আগে, ওই ইংলিশ ব্যাটারকে বারবার সতর্ক করা হয়েছিল।