বিশাখাপত্তনমেও অস্ট্রেলিয়ার ব্যাটিং বিক্রম। ভারতের বিরুদ্ধে প্রথম T20 ম্যাচেই বিধ্বংসী ব্যাটিং টিমের উইকেটকিপার জোশ ইঙ্গলিসের। কোনও ভারতীয় বোলারকেই রেওয়াত করলেন না তিনি। ভারতকে ২০ ওভারে ২০০ রানের বেশি টার্গেট অস্ট্রেলিয়ার।
এদিন টসে জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাট করতে পাঠায় টিম ইন্ডিয়া। ওপেনার ম্যাথিউ শর্ট ১৩ রান করে আউট হন। কিন্তু স্মিথকে সঙ্গে নিয়ে বিধ্বংসী ব্যাটিং করেন জোশ ইঙ্গলিস। ৪১ বলে ৫২ রান করে রান আউট হন স্মিথ। মাত্র ৪৭ বলে সেঞ্চুরি করেন জোশ ইঙ্গলিশ। ৫০ বলে ১১০ রান করে ফেরেন প্রাসিদ কৃষ্ণার ডেলিভারিতে। তাঁর ইনিংসে সাজানো ছিল ১১টি বাউন্ডারি ও ৮টি ওভারবাউন্ডারি। স্ট্রাইক রেট ২০০-এর বেশি।