কলকাতা নাইট রাইডার্সের (KKR) হেড কোচ হলেন চন্দ্রকান্ত পণ্ডিত (Chandrakanta Pandit)। সদ্য রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশকে চ্যাম্পিয়ন করেছেন তিনি। বুধবার এই ঘোষণা করেন দলের সিইও ভেঙ্কি মাইসর।
ঘরোয়া ক্রিকেটে সাফল্যের পর বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট লিগের দায়িত্ব! আইপিএলের ইতিহাসে এর আগে কোনও কোচের ভাগ্যে এমনটা ঘটেনি। কেকেআরের সিইও ভেঙ্কি মাইসর চন্দ্রকান্ত পণ্ডিতের নাম ঘোষণার পর টুইটে লেখেন, "তিনি যা করেন, তার প্রতি দায়বদ্ধ থাকেন। ঘরোয়া ক্রিকেটে তাঁর সাফল্য সবাই দেখেছে। চন্দু স্যার, মধ্যপ্রদেশকে প্রথম রঞ্জি ট্রফি এনে দিয়েছেন।"
আরও পড়ুন: বৃহস্পতিবার শুরু জিম্বাবোয়ে সিরিজ, হারারেতে রাহুলের নেতৃত্বে নামছে টিম ইন্ডিয়া
বর্তমানে ইংল্যান্ড টিমে কোচিং করাচ্ছেন ব্রেন্ডন ম্যাকালাম। তাই কেকেআরের দায়িত্ব ছেড়েছেন। ম্যাকালামের জায়গায় দায়িত্ব সামলাবেন চন্দ্রকান্ত পন্ডিত। আইপিএলের এত বছরের ইতিহাসে আশিস নেহরার পর প্রথম কোনও ভারতীয় আইপিএল ফ্র্যাঞ্চাইজির হেড কোচ হিসেবে দায়িত্ব পেলেন।