জমে গেছে আইপিএলের পার্পল ক্যাপের লড়াই। এই তালিকায় পাঁচ নম্বরে উঠে এলেন বরুণ চক্রবর্তী। সোমবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৩ উইকেট তুলে নিয়েছেন তিনি। ১১ ম্যাচে ১৭ উইকেট বরুণের। আগামী ম্যাচে ভাল পারফরম্যান্সে শীর্ষেও উঠে আসতে পারেন তিনি।
কেকেআর টিমের বোলারদের মধ্যে ভরসার অন্যতম নাম বরুণ। প্রথম কয়েকটি ম্যাচ বাদ দিলে সেটা প্রমাণিতও হয়েছে। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে দুর্ধর্ষ পারফরম্যান্স করেন বরুণ। ভেঙে দেন পঞ্জাবের ব্যাটিং লাইন আপ। আর এই পারফরম্যান্সের পরই পার্পল ক্যাপের দৌড়ে চলে এলেন বরুণ চক্রবর্তী।
এই মুহূর্তে পার্পেল ক্যাপের প্রথম স্থানে যুগ্মভাবে তিন ক্রিকেটার রয়েছেন। শীর্ষে আছেন মহম্মদ শামি। ১৯ উইকেট পেয়েছেন তিনি। ১৯টি করে উইকেট নিয়ে তালিকায় আছেন রশিদ খান ও তুষার দেশপান্ডে। তবে শামির ইকনমি রেট ৭.২৩। তাই পার্পেল ক্যাপ তাঁর দখলে। রশিদ খানের ইকনমি রেট ৮.০৯। চেন্নাই সুপার কিংসের বোলার তুষার দেশপান্ডের ইকনমি রেট ১০.৩৩।