IPL এর আগে বড়সড় ধাক্কা। KKR-এ নাও থাকতে পারেন বোলিং কোচ ভরত অরুণ। জানা গিয়েছে, নতুন দায়িত্ব নিয়ে বিদেশ চলে যাচ্ছেন তিনি। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি হয়েছে তাঁর। সেখানকার কোচেদের সঙ্গে কাজ করবেন তিনি।
কে কে প্রশিক্ষণ দেবে?
আগামী দিনে ভালো পারফর্ম করার জন্য একাধিক পদক্ষেপ নিচ্ছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। সেকারণে তাদের দলের কোচদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। ভরত অরুণ ছাড়াও জন্টি রোডসের সঙ্গেও চুক্তি হয়েছে।
কী কী প্রশিক্ষণ দেবে?
জানা গিয়েছে, মূলত কোচদের প্রশিক্ষণ দেবেন অরুণ, জন্টি রোডসরা। তবে প্রয়োজনে জাতীয় দলের খেলোয়াড়দের প্রশিক্ষণ ও পরামর্শ দিতে পারেন তাঁরা।
Read More- পর পর দুবার সুপার ওভারে ব্যাট রোহিতের, কী বলছে আইসিসির নিয়ম ?
KKR এর বর্তমান অবস্থা
যদিও KKR এ থাকবেন কিনা তা স্পষ্ট করে জানা যায়নি। এদিকে প্রশিক্ষণের জন্য দীর্ঘ সময় বিদেশে থাকতে হবে অরুণকে। সেকারণে KKR এ তাঁকে রাখা হলে বড়সড় সমস্যায় পড়তে হতে পারে।