ঘূর্ণিঝড় রেমাল তখন সদ্য ল্যান্ডফলের প্রস্তুতি নিচ্ছে। শহরের একাধিক এলাকায় প্রভাব পড়তে শুরু করেছে। রবিবার তার ঠিক কিছুক্ষণ আগেই চিপকে ট্রফি জয় কলকাতা নাইট রাইডার্সের। ঘূর্ণিঝড়ের চোখরাঙানি উপেক্ষা করে তখন জয়ের উদযাপন করতে রাজপথে নামলেন নাইট রাইডার্সের ফ্যানরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নাইট অনুরাগীদের সেই ভিডিয়ো।
ধোনির ডেরায় অরেঞ্জ ব্রিগেডকে হারিয়ে আইপিএলে তৃতীয়বার ট্রফি জেতে কলকাতা নাইট রাইডার্স। জয়ের পরই ঝড়বৃষ্টি উপেক্ষা করে কলকাতার একাধিক নাইট অনুরাগী রাস্তায় নামেন। বৃষ্টির মধ্যে 'কেকেআর চ্যাম্পিয়ন' বলে স্লোগান দিতে থাকেন। স্লোগানে শোনা যায়, "করব লড়ব জিতব রে"।
দীর্ঘ ১০ বছর পর ট্রফির খরা কাটল কলকাতার। শ্রেয়স আইয়ারের হাত ধরে ট্রফি জয় নাইটদের। গৌতম গম্ভীর, চন্দ্রকান্ত পন্ডিত, শ্রেয়স আইয়ার, এই ত্রয়ীর জুটিতে এবার চ্যাম্পিয়ন হয় কলকাতা নাইট রাইডার্স।